মহানবমী আজ, বাজছে দেবীর বিদায়ঘণ্টা

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৬
ছবি: বাসস

সুনামগঞ্জ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। 

এদিন বিশেষ কোনও পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক জানান, আজ বুধবার শারদীয় দুর্গাপূজার মহানবমী। এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু। তাই মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে।

শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে আজ মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আজ চন্দ্রের নবমী তিথিতে সারা দেশে অনুষ্ঠিত হবে মহানবমী পূজা। মূলত আজই পূজার শেষ দিন। নবমী নিশীথে উৎসবের রাত শেষ হয়। নবমী রাত তাই বিদায়ের পরোয়ানা নিয়ে হাজির হয়। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন।

সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এসময়। এ সময়েই দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। নবমী রাতে তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভূমিধসের শঙ্কা চট্টগ্রামে
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
ঝুঁকিপূর্ণ পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ : সাহস, প্রতিভা ও দায়িত্ববোধের অনন্য সাক্ষর
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
১০