বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৩:৫৫ আপডেট: : ০১ অক্টোবর ২০২৫, ১৪:০০

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা জানানো হবে। 

দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর দিবসটি পানৈ করা হবে। এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী  ৫ অক্টোবর পর্যন্ত।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও একযোগে এই বিশেষ সপ্তাহ পালন করবে। 

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা। 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরাও তাদের অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
১০