বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৩:৫৫ আপডেট: : ০১ অক্টোবর ২০২৫, ১৭:২৫

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা জানানো হবে। 

দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর দিবসটি পালন করা হবে। এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী  ৫ অক্টোবর পর্যন্ত।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও একযোগে এই বিশেষ সপ্তাহ পালন করবে। 

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা। 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরাও তাদের অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ববিদ্যালয়গুলোকে ইরাসমাস বৃত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসি’র
কাস্টমস বন্ড কমিশনারেটে বহিরাগত প্রবেশ বন্ধ করতে কঠোর নির্দেশনা জারি
মেহেরপুরে হাতের লেখা ও সংগীত প্রতিযোগিতা
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা
এনআইডি জালিয়াতি : চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরে মামলা পরিচালনার নির্দেশ
খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫ : এনসিপি’র অফিসে হামলা
সালমানের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের
প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় পার্লামেন্টারি দলের সাক্ষাৎ
১০