সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:৩১ আপডেট: : ০১ অক্টোবর ২০২৫, ১৮:২২
প্রতীকী ছবি

পটুয়াখালী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টা থেকে এর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

পাশাপাশি নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র আরো জানিয়েছে, নিম্ন চাপের সময়ে সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেছেন, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে সিরিজে সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ
হামাসকে ‘প্রতিহত’ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের মিত্ররা : ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা আলোচনা’ চান জাপানের প্রধানমন্ত্রী 
ট্রাম্পের সঙ্গে নভেম্বরে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স
বিএনপিকে প্রধান উপদেষ্টা : নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব
দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন
ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ও আইআরআই প্রতিনিধির সাক্ষাৎ : ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি
নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে হবে: পরওয়ার
১০