সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:১১
বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ছবি: বাসস

যশোর, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়ার ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

আজ বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাবেক শিল্পমন্ত্রী আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এরপরও কোন অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজার উৎসব সম্পন্ন করতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে উল্লেখ করে সচিব বলেন, ‘আনন্দ উৎসবের সঙ্গে সনাতন ধর্মের মানুষেরা দুর্গাপূজা উদ্‌যাপন করছেন।’

দুর্গাপূজা উপলক্ষে দুপুর থেকে তিনি যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম, হরিতলা সম্প্রীতি মন্দির, ত্রিপল্লসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
১০