সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:১১
বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ছবি: বাসস

যশোর, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়ার ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

আজ বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাবেক শিল্পমন্ত্রী আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এরপরও কোন অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজার উৎসব সম্পন্ন করতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে উল্লেখ করে সচিব বলেন, ‘আনন্দ উৎসবের সঙ্গে সনাতন ধর্মের মানুষেরা দুর্গাপূজা উদ্‌যাপন করছেন।’

দুর্গাপূজা উপলক্ষে দুপুর থেকে তিনি যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম, হরিতলা সম্প্রীতি মন্দির, ত্রিপল্লসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০