পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৬ আপডেট: : ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৩
ফাইল ছবি

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যার মধ্যে ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। এ হিসেবে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ হারে।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্র এবং ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষাব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়েই জাতিকে অন্ধ করার চেষ্টা হয়েছে : ড. মঈন খান
সনদে স্বাক্ষর না করলে কালো মেঘে ছেয়ে যাবে দেশের আকাশ : রিজভী
হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন চিফ প্রসিকিউটর
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি
দেড়শ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ভোলাবাসীর ভাগ্য বদলে দিয়েছে 
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড
জিআই পণ্যের স্বীকৃতির অপেক্ষায় ফেনীর ‘খন্ডলের মিষ্টি’
নগরায়ন ও বন উজাড়ে প্রজাপতি কমছে জাহাঙ্গীরনগরে
মায়ামিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন
ভোলায় মাদক ব্যবসায়ী আটক
১০