পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:২০
ছবি : বাসস

পঞ্চগড়, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : পঞ্চগড়ে শীতের আমেজ দিন দিন বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় ইতোমধ্যেই মৌসুমী শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। কমছে তাপমাত্রাও।

আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। সামনে তাপমাত্রা আরও কমবে। 

এদিকে, ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে কুয়াশার সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধার পর হিমেল বাতাসে কাবু হচ্ছে পথচারীরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯ টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের সংকটে বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ : মনিরুল হক চৌধুরী
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা
কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৪তম জন্মদিন উদযাপন
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ১৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল 
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৬
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
১০