হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ আপডেট: : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৪
আজ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত । ছবি : বাসস

হবিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘এএমএমনেট ইনসাইট: হবিগঞ্জ ইভেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

প্রাণী চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের উদ্যোগে এবং আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ নেটওয়ার্ক (এএমএমনেট) বাংলাদেশ চ্যাপ্টার এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষক, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোখলিছুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান।

কর্মশালার মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিভারপুলের খ্যাতিমান গবেষক প্রফেসর ড. মার্ক ভিনি। তিনি ম্যালেরিয়া জীববিজ্ঞান, মডেলিং এবং আধুনিক গবেষণা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ ও প্রভাষক ডা. মো. শামীম উদ্দীন।

দুই দিনের কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত এন আখন্দ (সিকৃবি), সহযোগী অধ্যাপক ড. তিলক চন্দ্র নাথ (সিকৃবি), সব্যসাচী নিলয় (বাকৃবি), রেদোয়ান রাকিব (সিকৃবি) এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
চাঁদপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে
গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিচ্ছে প্রশাসন
ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও ছবি সরিয়ে ফেলতে নির্দেশ
রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার র‌্যাবের হাতে গ্রেপ্তার
ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনা জরুরি: পরিবেশ উপদেষ্টা
রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
১০