
চট্টগ্রাম উত্তর (রাঙ্গুনিয়া), ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার আলমকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব। সরোয়ারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৮টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
শনিবার দুপুরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সরোয়ার আলম পৌরসভার উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মো. বশির কমান্ডারের ছেলে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ত্রাসী সরোয়ার আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।