
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
এই প্রেক্ষিতে আজ একটি সার্কুলার জারি করে অবিলম্বে বিদেশযাত্রায় বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সব কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকবেন।
তবে একেবারে জরুরি প্রয়োজন বা অনিবার্য পরিস্থিতিতে বিদেশযাত্রা অনুমোদনযোগ্য হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। তবে কোন কোন ক্ষেত্রে বিদেশ ভ্রমণ ‘অপরিহার্য’ হিসেবে গণ্য হবে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাখ্যা দেয়নি।