ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ব্যাংকুয়েট হলে এই নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী সব দেশি ও বিদেশি কোর্স মেম্বারদের সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে কোর্স সংশ্লিষ্ট সব ফ্যাকাল্টি মেম্বার ও ষ্টাফ অফিসারদের ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বাররা বক্তব্য রাখেন। এ সময় কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান। 

চলতি বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৯ জন, বেসামরিক প্রশাসনের ১৮ জন এবং বন্ধুপ্রতীম ১৮টি দেশের ২৯ জনসহ সর্বমোট ৯৬ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এ অংশগ্রহণ করেন। এদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে উদ্বৃত্ত দুধ উৎপাদন
বগুড়ায় সাবেক যুবদল নেতা রোবাকে অর্থ সহায়তা দিলেন তারেক রহমান
ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত
মুশফিক-লিটন-মোমিনুল, তাইজুল, মুরাদের উন্নতি
ডিএসইতে লেনদেন ৫২৭ কোটি টাকা, সূচক সামান্য নিম্নমুখী
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সচিব
২০২৬ বিশ্বকাপ ড্রয়ে পরিবর্তন আনলো ফিফা
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  
১০