বাসস
  ১৫ মে ২০২৩, ১৫:৩২
আপডেট : ১৫ মে ২০২৩, ১৮:২১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

পাবনা, ১৫ মে, ২০২৩ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে পাবনা জেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধুর মুরাল’ উদ্বোধন করেন এবং পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও মোনাজাত করা হয়।
মোনাজাতের দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন এবং স্থানীয় সংসদ সদস্যসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতি তাঁর নিজ শহর পাবনায় চার দিনের সরকারি সফরে দুপুর ১২টার দিকে পাবনায় পৌঁছান।
গত ২৪ এপ্রিল, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা পাবনায় তাঁর প্রথম সফর।
রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ।