গৃহকর্মীদের আইনী স্বীকৃতি, নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ ১১ দফা সুপারিশ ও প্রস্তাবনা শ্রম কমিশনে

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২১:৩৭

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন (এনডিডাব্লিউডাব্লিউইউ) গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তকরণ, গৃহশ্রমিকদের স্বীকৃতি প্রদান, আবাসন ব্যবস্থা, সামাজিক সুরক্ষায় পেনশন সুবিধা এবং পৃথক নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ ১১ দফা সুপারিশ ও প্রস্তাবনা দিয়েছে। 

আজ বিকেলে বিজয় নগরের শ্রম ভবনে এনডিডাব্লিউডাব্লিউইউ-এর নেতারা এক মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনে কাছে লিখিতভাবে এই ১১ দফা সুপারিশ ও প্রস্তাবনা জমা দেন। 

কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন ও সাকিল আখতার চৌধুরী, ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল হোসাইন ও সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার, সাবেক সভাপতি শাহানুর বেগম ও মাহানুর বেগম প্রমুখ।

মতবিনিময় সভায় এনডিডাব্লিউডাব্লিউইউ নেতারা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রায় ২০/২২ লাখ গৃহকর্মী রয়েছে। তাদের শ্রম আইনের আওতায় এনে গৃহশ্রমিকের অধিকার দিতে হবে। গৃহকর্মীদের সংগঠিত ও অধিকার আদায়ে আইনগত সহায়তা প্রদানে শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি জরুরি। এছাড়া পৃথক নিম্নতম মজুরি বোর্ড গঠন, গৃহশ্রমিকদের সামাজিক সুরক্ষায় পেনশন ও আবাসন সুবিধাসহ ১১ দফা প্রস্তাবনা ও সুপারিশ নিয়ে নেতারা আলোচনা করেন।  

কমিশন প্রধান সুলতান উদ্দিন আহমেদ বলেন, গৃহশ্রমিকের নিয়োগপত্র ও মাতৃত্বকালীন ছুটির একটা নীতি করা অত্যন্ত জরুরি। গৃহকর্মীদের সমস্যা সমাধানে সবার মতামতের ভিত্তিতেই কমিশন প্রস্তাবনা ও সুপারিশ জমা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০