অস্ত্র মামলায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর তিন দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:১২
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস): রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তাকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দশ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. রুবেল মিয়া। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবু সুফিয়ান তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। 

অন্যদিকে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার জামিন নামঞ্জুর করে  তার তিন দিনের রিমান্ড মঞ্জুন করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‌্যালী ও সমাবেশ 
ইতালির বিশ্বকাপ বাছাই দলে ফিরলেন সামাক্কা ও বুগিওরনো
বিদেশি বিনিয়োগের নামে ৫ কোটি টাকা প্রতারণা : গ্রেফতার ২
১০