লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‌্যালী ও সমাবেশ 

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৫
লালমনিরহাটে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি: বাসস

লালমনিরহাট, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে মিশন মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সাহেদুল হক পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস প্রমুখ সহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়, বরং এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের প্রতীক। তিনি বিপ্লব ও সংহতির আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
১০