সাবেক এমপি নদভীকে আরও ৫ মামলায় গ্রেফতারের আদেশ  

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৬
সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ছবি

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার নগরের চার থানার পাঁচ মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পৃথক চার আদালতে হাজির করা হয় নদভীকে। 

চট্টগ্রাম নগরের কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং ও চান্দগাঁও থানার মোট পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। 

আদালত সূত্র জানিয়েছে, নদভীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলার শুনানি হয়েছে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে। এছাড়া, প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মো. আবু বকর সিদ্দিকের আদালতে ডবলমুরিং থানার একটি, ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে চান্দগাঁও থানার দু’টি এবং ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে কোতোয়ালী থানার একটি মামলার শুনানি হয়েছে।
 
এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়। 

গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থানার মোট পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’র কোয়ার্টার ফাইনালে জারিফ আবরার
সুনামগঞ্জে শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
চট্টগ্রামে দুটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা 
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত 
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় একব্যক্তি নিহত 
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার
উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা
১০