বায়ু ও শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২২:৩৬

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): পরিবেশ অধিদপ্তর সারাদেশে বায়ু দূষণ, নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণ প্রতিরোধে আজ ১০টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ২৬টি মামলা এবং মোট ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে চারটি ভ্রাম্যমাণ আদালত ১৩টি মামলায় মোট ৩৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া পাঁচটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস, তিনটি ইটভাটা ভেঙে দেওয়া এবং একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

নগরীতে বায়ু দূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাডায় ভ্রাম্যমাণ আদালত একটি মামলার মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা ও চারটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়েছে। পলিথিনের ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় মাগুরা ও চুয়াাডাঙ্গায় দুটি ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা, ১ লাখ ১৪ কেজি পলিথিন জব্দ করেছে।

জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযানে ফেনীর ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ও ভরাট পুকুর পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন।

শব্দদূষণ রোধে ঢাকার শাহবাগে ভ্রাম্যমাণ আদালত চারটি গাড়ীকে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা এবং বেশ কয়েকজন চালককে সতর্ক করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’র কোয়ার্টার ফাইনালে জারিফ আবরার
সুনামগঞ্জে শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
চট্টগ্রামে দুটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা 
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত 
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় একব্যক্তি নিহত 
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার
উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা
১০