সামিনা লুৎফাকে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ হাইকোর্টের

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০৭ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৬
ঢাবি সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা। ছবি: ফেসবুক

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাকে আগামী ৩০ দিনের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।

আদালতে সামিনা লুৎফার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

ঢাবি’র সমাজ বিজ্ঞান বিভাগে একটি অধ্যাপক পদের জন্য যখন বিজ্ঞপ্তি দেয়া হয়, সামিনা লুৎফা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব নিয়ম মেনে আবেদন করেন। তবে আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি, তাকে কোনো তথ্য দেয়া হয়নি। এমনকি তথ্য দেয়ার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু বিভাগের উন্নয়ন ও সমন্বয় সংক্রান্ত যে কো-অর্ডিনেশন এবং ডেভেলপমেন্ট কমিটি আছে, সেখান থেকে তাকে জানানো হয় যে, তার সব যোগ্যতা আছে।

পরবর্তীতে রাজনৈতিক মতাদর্শ ও বিভিন্ন অ্যাক্টিভিজমের কারণে তাকে বাদ দেয়া হয় বলে উল্লেখ করেন ড. সামিনা লুৎফা। সিলেকশন বোর্ড তার জন্য সুপারিশ না করে যিনি তার আট বছর পরে ওই বিভাগে যোগদান করেছেন, তাকে অধ্যাপক পদে নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেন। পদোন্নতি বঞ্চিত বিষয়ে বিভাগে আপিল করেন। তাতে কোনরূপ প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করেন ড. সামিনা লুৎফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‌্যালী ও সমাবেশ 
ইতালির বিশ্বকাপ বাছাই দলে ফিরলেন সামাক্কা ও বুগিওরনো
১০