সাভারের জাহিদ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:০০

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রায় ১২ বছর আগে ঢাকার জেলার সাভার এলাকায় পূর্ব শত্রুতার জেরে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত আজ এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতয়ালী থানার আলমনগর খামারের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে মো. কাজল ও সাভারের বন পুকুর এলাকার মৃত আরব উল্লাহ ছেলে লাল চাঁন।

আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর দুই আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই দুুপুর আড়াইটার দিকে লাল চাঁন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলাপাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরা জাহিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

এরপর লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেক্সাসে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২০
৬ ঘণ্টা পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক
চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশন দায়িত্ব নিলেন তারেক রহমান
বিএনপি ঘোষিত রাষ্ট্র-কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে আকবর হোসেন বাবলু
ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা প্রচারে ঢাকা মহানগর উত্তর বিএনপি
নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১০