খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯
খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি। ছবি : পিআইডি

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়, খাদ্যের অপচয় কমানো ও টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। 

সমঝোতা স্মারকে কোমোভ কাউন্ডেশনের পরিচালক ডাউটজেনবার্গ ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ স্বাক্ষর করেন। 

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বৈঠকে কোমোভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস গণপূর্ত উপদেষ্টার
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
শেরপুরে বজ্রপাতে একব্যক্তির মৃত্যু
হযরত শাহজালাল রহ.-এর মাজারে রোববার থেকে ওরশ শুরু হচ্ছে
রাকিবুলের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 
১০