খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯
খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি। ছবি : পিআইডি

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়, খাদ্যের অপচয় কমানো ও টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। 

সমঝোতা স্মারকে কোমোভ কাউন্ডেশনের পরিচালক ডাউটজেনবার্গ ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ স্বাক্ষর করেন। 

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বৈঠকে কোমোভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ ঘণ্টা পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক
চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশন দায়িত্ব নিলেন তারেক রহমান
বিএনপি ঘোষিত রাষ্ট্র-কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে আকবর হোসেন বাবলু
ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা প্রচারে ঢাকা মহানগর উত্তর বিএনপি
নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
১০