বাড্ডায় গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের সহায়তা প্রদান

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭
আজ রাজধানীর বাড্ডায় লুতফুন টাওয়ার এলাকায় তারেক রহমানের পক্ষ থেকে শহিদ পরিবার ও আহতদের সহায়তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ২০২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় শহিদ ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

আজ বৃহস্পতিবার ৮ শহিদ পরিবার এবং ৫ আহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানীর বাড্ডায় লুতফুন টাওয়ার সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইউম, নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ জি এম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, বাড্ডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, স্বেচ্ছাসেবক দল নেতা তুষার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, বেসরকারী ইউনিভার্সিটির ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজের ছাত্রদল নেতা মিসবাহ, বাড্ডা-ভাটারা থানা বিএনপি’র নেতারা।

অনুষ্ঠানে ৮ শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং ৫জন আহতদের জন্য চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশন দায়িত্ব নিলেন তারেক রহমান
বিএনপি ঘোষিত রাষ্ট্র-কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে আকবর হোসেন বাবলু
ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা প্রচারে ঢাকা মহানগর উত্তর বিএনপি
নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
১০