বাড্ডায় গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের সহায়তা প্রদান

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭
আজ রাজধানীর বাড্ডায় লুতফুন টাওয়ার এলাকায় তারেক রহমানের পক্ষ থেকে শহিদ পরিবার ও আহতদের সহায়তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ২০২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় শহিদ ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

আজ বৃহস্পতিবার ৮ শহিদ পরিবার এবং ৫ আহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানীর বাড্ডায় লুতফুন টাওয়ার সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইউম, নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ জি এম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, বাড্ডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, স্বেচ্ছাসেবক দল নেতা তুষার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, বেসরকারী ইউনিভার্সিটির ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজের ছাত্রদল নেতা মিসবাহ, বাড্ডা-ভাটারা থানা বিএনপি’র নেতারা।

অনুষ্ঠানে ৮ শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং ৫জন আহতদের জন্য চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস গণপূর্ত উপদেষ্টার
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
শেরপুরে বজ্রপাতে একব্যক্তির মৃত্যু
হযরত শাহজালাল রহ.-এর মাজারে রোববার থেকে ওরশ শুরু হচ্ছে
রাকিবুলের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 
১০