ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র হিরু কারাগারে

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭
প্রতীকী ছবি

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে আজ কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার দিবাগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেফতার করে পুলিশ।  

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। এদিন সকাল ১১টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‌্যালী ও সমাবেশ 
ইতালির বিশ্বকাপ বাছাই দলে ফিরলেন সামাক্কা ও বুগিওরনো
১০