ব্যবসায়ী রাজন হত্যা মামলায় সব আসামি খালাস

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
প্রতীকী ছবি

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর কাপ্তানবাজারের ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরেফিন আবেদীন খান রাজন হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত ডেথ রেফারেন্সে ও আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আহসান উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম মাসুদ রানা, মনজুরুল আলম সুজন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউনূস আলী রবি।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ।

এ মামলায় ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন জয় ও আলমগীর ঢালী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-মাসুম আহমেদ ইমন, নাজমুল ও নিয়ামত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আলমগীর ঢালী ও নাজমুল কারাগারে ছিলেন। বাকি চার আসামি এখনো পলাতক।

রাজন রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেটের ‘বিক্রম পাওয়ার’ এনার্জি বাল্ব বিপণনকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজ ও জাহাঙ্গীর ছিলেন তার দোকানের কর্মচারী। বিভিন্ন সময় আসামিরা রাজনের ব্যবসা থেকে ৬৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। পরে আসামিরা পরিকল্পিতভাবে রাজনকে কেরানীগঞ্জে জমি দেখানোর কথা বলে নিয়ে ২০১৫ সালের ১৩ অক্টোবর হত্যা করে। হত্যার পর মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবায় ফেলে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস গণপূর্ত উপদেষ্টার
অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
শেরপুরে বজ্রপাতে একব্যক্তির মৃত্যু
হযরত শাহজালাল রহ.-এর মাজারে রোববার থেকে ওরশ শুরু হচ্ছে
রাকিবুলের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 
১০