রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০২ আপডেট: : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২। ছবি; বাসস

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর কালশীতে মোটরবাইক চালক সিয়াম (১৫) ট্রাকের ধাক্কায় এবং মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে মোহাম্মদ আদম আলী (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাজধানী মিরপুরের কালশী ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মোটর বাইক চালক মোহাম্মদ সিয়াম আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সিরাজুল ইসলাম (সিরাজ) জানান, রাতে দুই বন্ধু মিলে মিরপুরের কালশী ফ্লাইওভারের নিচ দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক সজারো ধাক্কা দেয় এতে দুজনেই ছিটকে পড়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খায়, পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। 

নিহত সিয়াম মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার আবু বক্করের সন্তান। তারা দুই ভাই ও দুই বোন।

অপরদিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটে অজ্ঞাতনামা ট্রাক ও সিএনজি সংঘর্ষে মোহাম্মদ আদম আলী নিহত হন। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাতিজা মো. মাসুম জানান, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের চার সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তার চাচাসহ সিএনজিতে থাকা চারজনই আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আদম আলীর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢামেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন মুক্তা রামপুর গ্রামের ওয়ারেজ আলীর সন্তান। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।

 

 
Back 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
১০