শিরোনাম
ঢাকা, ১৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের জাহাজ এমভি গোল্ডেন স্টার আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি অন্তর্র্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
তথ্য বিবরণীতে জানানো হয়, জি টু জি ভিত্তিতে এই চাল আমদানি করা হয়। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।