প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় প্রতারক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫
প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে কামাল খান ওরফে শাহ কামাল খানকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয়ে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসা এক পেশাদার প্রতারককে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ ।

গ্রেফতারকৃত প্রতারকের নাম- কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটায়  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানা সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি গ্রেফতারকৃত প্রতারক ট্রাফিক ডেমরা জোনে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিএম মুসা কালিমুল্লাহর মোবাইল নম্বরে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও  রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকিও দেয়।

এরপর তার ও অন্যান্য পুলিশ সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় ডেকে এনে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক জিএম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেমরা থানা কর্তৃপক্ষ জানায়, কামাল একজন পেশাদার প্রতারক। বেশ কিছুদিন ধরে ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে  জানিয়েছে ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে মহিলা দলের মতবিনিময় সভা
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ
দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ এক কারবারি আটক
গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
১০