রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় আজ পরামর্শ সেবা, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ কর্মসূচি প্রদানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

স্বাক্ষরিত চুক্তিটি হলো- ‘ইমপ্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘রেকর্ড অব ডিসকাশন (আরওডি) ও টার্মস অব রেফারেন্স (টিওআর)’।

রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় ৩.৬৯ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪.৩০ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরিয়া এক্সিম ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) আওতায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পূর্বে ক্রয় করা লোকোমোটিভগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব এবং উইং প্রধান (এশিয়া,  জেইসি ওএফ এন্ড এফ) মিরান্ডা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের (এমওএলআইটি) অবকাঠামো বিষয়ক সহকারী মন্ত্রী ন্যাম ইয়ং-উ যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান, পাকিস্তানের ৮ উইকেট
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত
মিরপুরে আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
হামাস আলোচনায় ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা’র জন্য মিশরের প্রেসিডেন্টের প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে গুলি করে হত্যা
উচ্চশিক্ষা কার্যক্রম গতিশীল করতে শিক্ষা মন্ত্রণালয়ের স্টেকহোল্ডার কনসালটেশন
ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
গাজা যুদ্ধবিরতির সর্বশেষ অগ্রগতি
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
১০