শিরোনাম
ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন জেলায় জিয়াউর রহমানের কর্মজীবনের ওপর আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই ছোট করে দেখার মতো নয়। আমাদের দেশের সম্মান এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একত্রে কাজ করতে হবে।
তিনি বলেন, সীমান্তে বিজিবি’র হাতে প্রতিপক্ষের কোনো মানুষ মারা যায়নি। বরং বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা করছে। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব বিজিবি নিষ্ঠার সঙ্গে পালন করছে। তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।
আজ রোববার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। আমরা তাদের প্রভু হিসেবে চাই না, বন্ধু হিসেবে চাই। অতীতে ভারতের সম্পর্ক জনগণের সঙ্গে না থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ছিল। এই মনোভাব পরিবর্তন করে সমঅধিকারের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত ও ফারুক উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য নেতারা।
সভায় বক্তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ওপর আলোকপাত করেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একতাবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
যশোর সংবাদদাতা জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সংস্কার কীভাবে করতে হয় তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে গেছেন।
বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া, নারী বিষয়ক মন্ত্রণালয় চালু, আনসার-পুলিশে নারীর অংশগ্রহণ, যৌতুক বিরোধী আইন প্রণয়নসহ অসংখ্য সংস্কারমূলক কাজ করেছেন তিনি। অমিত বলেন, জিয়াউর রহমান ও বিএনপি অতীতে কর্মের মাধ্যমে সংস্কারের নজির রেখে গেছেন। তাই বিএনপি জানে কীভাবে সংস্কার করতে হয়।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ইসাহক, আব্দুস সালাম, এডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘১৬ বছর ধরে যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আমরা লড়াই-সংগ্রাম করেছি, তা আমরা এখনও পাইনি। তাই গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত বিএনপি’র নেতা-কর্মীদের ধৈর্য সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে’।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে তারেক রহমানকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করা বিএনপির প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব। তিনি নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, দলের যে কর্মী তারেক রহমানকে দেওয়া জনগণের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে পারবে না, যে কর্মী জনগণের প্রতিপক্ষ হবে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তার জায়গা বিএনপিতে হবে না।
সাতক্ষীরা সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনাসভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশারাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, তোফাজ্জেল হোসেন সেন্টু, কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদল আহ্বায়ক এম এ হাকিম সবুজসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনাসভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।
চাঁদপুর সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রোববার দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় জিয়াউর রহমানের আদর্শ, দর্শন ও রাজনীতি এবং দেশ পরিচালনা বিষয়ে আলোচনা করেন জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী।