ব্যবসায়ী হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন পাঁচ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:২৮
মোস্তফা জালাল মহিউদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস): বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা- ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় তিনি এজহারভুক্ত আসামি।

মাস্তফা জালাল মহিউদ্দিনকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। অপর দিকে আসামীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জশীতা ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা  শাখা (ডিবি) ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত
সুনামগঞ্জে কারিগরিও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুফল বিষয়ক সেমিনার
সিলেটে বিএনপির জনসভা ও দোয়া মাহফিল সোমবার
আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর
আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামায়াতের অংশগ্রহণ
সিলেটে আরো দুইজনের করোনা ও ডেঙ্গু শনাক্ত 
জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের
নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব পালিত
দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য সম্প্রসারণ বীজ উৎপাদনে সফলতা
‘তারুণ্যের উৎসব’ সিরাজগঞ্জে কিশোর-নবীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
১০