বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে কায়কোবাদ

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৫৮
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি: ফেসবুক

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

আজ সকালে হাসপাতাল পরিদর্শনে এসে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ বলেন, 'এখানে এসে আমি বাকরুদ্ধ। কি নির্মমভাবে নির্যাতন করে তরুণ ছেলেদের পঙ্গু করে দিয়েছে জালিম স্বৈরশাসক শেখ হাসিনার সরকার। এখনো আহতরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না। তাদের অবিলম্বে যথার্থ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।'

অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক আন্তরিক। আমি অনুরোধ করবো প্রতিদিন অফিসে যাওয়ার আগে একজন করে উপদেষ্টা যেন হাসপাতালে আসেন। এতে করে আহতরা উৎসাহ, সাহস পাবে এবং হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা সংশ্লিষ্টরাও যথার্থ চিকিৎসা দিতে বাধ্য থাকবেন।

তিনি পবিত্র জমজমের পানি, খেজুর ও ফল নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত ছাত্র-জনতাকে দেখতে যান।

সাবেক এ প্রতিমন্ত্রীকে পেয়ে মনোবল ফিরে পেয়েছে আহতরা। নিজেদের মনের আক্ষেপ জানালেন এ নেতার কাছে। তাদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে যথার্থ চিকিৎসা ও মর্যাদার আশ্বাস দেন তিনি।

পুলিশের গুলিতে দু'চোখ হারানো জামাল হোসেন বলেন, আপনার কথা অনেক শুনেছি। আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। তবে আজ এমন এক সময়ে আপনাকে কাছে পেলাম যখন আমি পুলিশের গুলিতে অন্ধ।

হাসপাতালে চিকিৎসারত বৈষম্যবিরোধী আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক হিল্লোল বলেন, ‘আমি দেশের পাঁচজন নেতাকে আইডল মানি। তার মধ্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অন্যতম। স্যার, আপনি এসেছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার কাছে অনুরোধ আমাদের ওপর যেনো বৈষম্য না হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের
নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব পালিত
দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য সম্প্রসারণ বীজ উৎপাদনে সফলতা
‘তারুণ্যের উৎসব’ সিরাজগঞ্জে কিশোর-নবীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া
স্মিথ-ব্রুকের সেঞ্চুরি সত্ত্বেও সিরাজের বোলিংয়ে এগিয়ে ভারত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৪২
প্রথমার্ধে ভিয়েতনামের জিডিপি বেড়েছে ৭.৫২ শতাংশ 
পাকিস্তানে ভবন ধসে আটকে পড়াদের অনুসন্ধান চলছে
১০