বাসস
  ২২ জানুয়ারি ২০২৫, ২২:২৩
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:২৬

বেগম খালেদা জিয়ার রোগ-মুক্তি কামনায় লন্ডনে দোয়া ফাহফিল

লন্ডনে খালেদা জিয়ার রোগ-মুক্তি কামনায় দোয়া ফাহফিল। ছবি : বাসস

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ।

চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপু, লন্ডনে বাংলাদেশ কমিউনিটির নেতা কেএম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেট’র সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, আতিক চৌধুরী পাপ্পু ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও আমির হোসেন বক্তৃতা করেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন সালেহ গজনভি ও সুরমা খান।

দোয়া মাহফিলের পাশাপাশি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্য বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক শাহেদ শফিক বাসস’কে এ খবর জানিয়েছেন।

এনামুল হক চৌধুরী অনুষ্ঠানে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে গণতান্ত্র ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তারই ধারাবাহিকতা চব্বিশের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে।

তিনি বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সফলতা অর্জনে অবিলম্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার সুযোগ দিতে হবে। আর, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বাংলাদেশের সাধারণ মানুষ।