গণতান্ত্রিক শ্রম আইন ও মর্যাদাপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরির দাবি

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): গণতান্ত্রিক শ্রম আইন ও মর্যাদাপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে সংগঠনের নেতারা মাতৃত্বকালীন ছুটি ৬ মাসসহ শ্রমিকদের জান-জীবিকা ও জবানের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

এসব দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহা, সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মানিকগঞ্জ অঞ্চল কমিটির আহ্বায়ক চম্পা আক্তারসহ অন্য নেতারা।

নেতারা এ সময় বলেন, ২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবিলম্বে শ্রমিক হত্যা, নির্যাতন, ছাঁটাই বন্ধ করতে হবে। একই সঙ্গে বেক্সিমকোসহ সকল বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে ২৬ জন পোশাক শ্রমিক জীবন দিয়েছেন। আজ পর্যন্ত শ্রমিকদের প্রাণের দাবি জাতীয় ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি। অথচ দেশে পোশাক শিল্পে বৈষম্য ও শ্রমিক নির্যাতন জারি রাখার জন্য ইপিজেড এর শ্রমিকদের জন্য ভিন্ন আইন প্রনয়ন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশে নারী শ্রমিকদের জন্য কারখানায় পর্যাপ্ত মাতৃকালীন ছুটির সুবিধা নেই, কারখানায় যৌন নির্যাতনের বিরুদ্ধে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা নেই। অথচ মালিকরা কথায় কথায় কারখানায় শ্রমিক ছাঁটাই করছে, কারখানা লে-অফ ঘোষণা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০