গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:৩৭

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে শনিবার দিনভর হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসব সামরিক অভিযানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, 

গাজা সিটির উত্তরে তিনটি আলাদা বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে।

তিনি আরো বলেন, খান ইউনিসের কাছে পাঁচটি বিমান হামলায় ১৩ জন নিহত হন। যার মধ্যে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে হামলায় প্রাণ হারিয়েছেন আটজন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ছয়টি পৃথক ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১৪ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ওই এলাকায় কয়েক হাজার মানুষ ত্রাণের জন্য জড়ো হয়েছিল। 

৪২ বছর বয়সী আবু সামির হামুদেহ বলেন, সুদানিয়ার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় ইসরাইলি সামরিক চেকপোস্টের কাছে গুলির ঘটনা ঘটে। মানুষজন ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ‘তাৎক্ষণিক হুমকি’ শনাক্তের পর ভীড় ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। তবে হতাহতের বিষয়ে তাদের জানা নেই।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে ড্রোন হামলায় আরে একজন নিহত হয়েছেন। এছাড়াও মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী ক্যাম্পে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক বসানোর অভিযোগে একটি ‘সন্ত্রাসী সেল’-এর সদস্যদের হত্যা করা হয়েছে বলেও দাবী করা হয়।

তারা আরো জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ১শ’টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।

বাসসাল জানান, রাফাহর উত্তরে শুক্রবার রাতের ইসরায়েলি বোমাবর্ষণের পর বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ১২টি মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়। অভিযানটি জাতিসংঘ মানবিক বিষয়ক দফতরের (ওসিএইচএ) সমন্বয়ে পরিচালিত হয়েছে বলেও তথ্য দেন তিনি। 

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং বিভিন্ন এলাকায় প্রবেশে অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও অন্যান্য পক্ষের তথ্য যাচাই করতে পারছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালায়। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে তেল আবিব।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ৫৯ হাজার ৭শ’ ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২শ ১৯ জন ইসরাইলি নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০