মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২১:১০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফেসবুক

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ এক বাণীতে এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আগামীকাল ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস।

ঊনসত্তরের গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের জাতীয় ইতিহাসে ঊনসত্তরের ২৪ জানুয়ারি এক অবিস্মরণীয় দিন এবং জাতীয় জীবনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম।’

তারেক রহমান আজ বৃহস্পতিবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৬৯ সালের এ দিনে (২৪ জানুয়ারি) তদানীন্তন পাকিস্তানি ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। ওই সময়ে গণআন্দোলন তীব্র আকার ধারণ করে তা গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল। এর ফলে, পতন নিশ্চিত হয়েছিল সামরিক স্বৈরশাসকের। 

‘এরই ধারাবাহিকতায় প্রশস্ত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জনের পথ’- উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন, বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম বাস্তবায়ন, বহুমত এবং চিন্তার চর্চা ও মানুষের নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ায় ছিল ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০