মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৬
মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত। ছবি: বাসস

মাগুরায়, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জেলা শাখার উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় একটি শোক র‌্যালীটি ভায়না মোড়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় ঘুরে ভায়না মোড় বিএনপি পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এসএম রবিউল ইসলাম নয়ন, জেলা যুবদলের সভাপতি ওয়শিকুর রহমান কল্লোল, জেলা যুবদলের সধাধারন সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ, সদর উপজেলার আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আহবায়ক মো. সুজন আলী ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম ভুইয়া এবং সভাপতিত্ব করে জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব সভাপতি সৈয়দ মাহাবুব আলী মিল্টন।

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জেলা শাখার সভাপতি সৈয়দ মাহাবুব আলী মিল্টন বলেন, আরাফাত রহমানের মৃত্যু পর ২০১৬ সালে গোপনে আমরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করি। তবে এতদিন আমরা কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারিনি।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সকালে কোরআন খতম ও দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ  করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০