শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি : মজিবুর রহমান মঞ্জু

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:১৯
এবি পার্টি'র কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: বাসস

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমার বাংলাদেশ (এবি) পার্টির শ্রমিক রাজনীতি।

এবি পার্টি'র শ্রমিক বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবি পার্টির শ্রমিক বিভাগে প্রায় শ’খানেক নতুন সদস্য যোগদান করেন। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার যোগদান অনুষ্ঠিত হয়।

এবি পার্টি'র শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। 

রাজনৈতিক নেতাদের দূর্নীতি, দুঃশাসন মানুষকে রাজনীতির প্রতি ঘৃণা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিনশেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই, আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার বাংলাদেশ পার্টি'র রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রূপান্তরিত করতে চাই। শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমাদের শ্রমিক রাজনীতি।

তনি আরও বলেন, 'আমরা যদি মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি। সরকারের নিকট দাবি উত্থাপন করি এবং আন্দোলন করি তাহলে মানুষ আমাদের সাথে যুক্ত হবে। আজ নতুন অনেকে যোগদান করছেন, আশা করি সবাই একসাথে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।'

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন যোগদানকৃত সংগঠকদের স্বাগত জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি সব সময় অগ্রণী ভুমিকা রাখবে। কারণ শ্রমিকদের ঘাম আর শ্রমের উপরই একটি দেশের উন্নয়ন নির্ভর করে। তিনি বাংলাদেশে শ্রম আইনের সঠিক প্রয়োগের উপর গুরুত্ব দিয়ে বলেন, শ্রম আদালত যদি শ্রমিকদের জন্য ন্যায্য ভুমিকা রাখে তাহলে বেতন ভাতার জন্য এতো আন্দোলন সংগ্রামের প্রয়োজন হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০