ব্যবসায়ী হত্যা মামলায় মোস্তফা জালাল কারাগারে

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৪০
মোস্তফা জালাল মহিউদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর হয়েছে। 

পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে গত ২০ জানুয়ারি মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ওইদিন এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোস্তফা জালাল এজাহারভূক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৬৭০ মামলা 
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে আহত ১১
চাঁদপুরে কারফিউ শিথিল করা হলেও প্রশাসন ছিল সতর্ক 
রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্থগিত
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর
জামায়াত আমিরের সঙ্গে এরদোগানের সাবেক উপদেষ্টার সাক্ষাত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের দু’দিনের কর্মসূচি
১০