বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এরআগে গত ১৭ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি দল রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার বাসা থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেন। পরদিন ১৮ জানুয়ারি  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তার উপস্থিতে এ বিষয় শুনানির জন্য আজ দিন ধার্য করেন। 

আজ তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপর দিকে দুদক জামিনের বিরোধিতা করে রিমান্ড দিতে শুনানি করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিই’র অভিযানে গ্রেফতার মার্কিন নাগরিকের ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি 
ইসরাইলি হামলায় সানায় নিহত ৯, আহত ১৭০ 
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই
নেতানিয়াহু জাতিসংঘে প্রতিবাদী ভাষণ দেবেন
ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন
রংপুরে পিকআপে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ : শিক্ষা উপদেষ্টা
বগুড়ায় ১০৪ মণ্ডপ অতি ঝুঁকিপূর্ণ, থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
১০