পলাতক ফ্যাসিস্টরা দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করছে : এ্যানী

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বিভিন্নভাবে দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছে। 

জেলা শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে আজ এ কথা বলেন তিনি।

এ্যানী বলেন, বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবী খুবই যৌক্তিক। দেশের মানুষও তাই চায়। সাধারণ মানুষ যার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা বিভিন্নভাবে দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছে। পলাতক ফ্যাসিবাদের জন্য সুযোগ হয়ে যেতে পারে এমন কার্যক্রম বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সকল শক্তির লক্ষ্য হউক একটা সুন্দর বাংলাদেশ গড়া। এজন্য আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। যিনি সরকারে আছেন। যারা সরকারের বাইরে আছেন। সবার মধ্যে নির্বাচনকে নিয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে। যেটা এই দেশের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড বা প্রত্যাশা। এইখানে বির্তক করার কোনো সুযোগ নেই।’

শহীদ উদ্দিন বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন বাংলাদেশ নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহাবুব আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন প্রমুখ। 

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও বিজয়ীয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পক্ষ থেকে কলম উপহার দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০