ব্যাঙ্গালুরুতে তরুণীকে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন শিল্পী আজ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। 

নেতারা বলেন, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। নারীর ওপর চলমান এই নির্মম নৃশংস নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে তারা আরও বলেন, গত ২৩ জানুয়ারি শুক্রবার সকালে ২৮ বছর বয়সী তরুণী নাজমার লাশ রামমূর্তি নগরের কলকেরে লেক থেকে উদ্ধার করে সে দেশের পুলিশ। নাজমা কলকেরের একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। 

নেতারা বলেন, গত বৃহস্পতিবার ওই অ্যাপার্টমেন্টের কাজ শেষে বের হওয়ার পরই সে নিখোঁজ হয়। শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পেয়ে পুলিশ নাজমার লাশ উদ্ধার করে। নাজমার মাথা ও মুখে গুরুতর আঘাত ও শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। 

নেতারা বলেন, ‘পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেলের ডাক্তার মৌমিতার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যখন ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে, তখন ব্যাঙ্গালুরুতে নাজমার ধর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’

তারা অবিলম্বে এই ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ভারত সরকারের কাছে দাবি জানাতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০