চীনের সাথে বাংলাদেশের ভাষাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে: ডা. শফিকুর রহমান 

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:১৫
জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক

গাজীপুর, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দেশের সার্বিক উন্নতির লক্ষ্য চীনের সাথে বাংলাদেশের ভাষাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে স্থায়ী ক্যাম্পে ‘লং লিভ ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠানে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমারা চাই চীনের সাথে আমাদের ভাষাগত সম্পর্ক আরো সুদৃঢ হোক, তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরো সুদৃঢ হবে। এতে করে দেশের সার্বিক উন্নয়নে তাদের উৎকর্ষের ছোঁয়া আমরা পাবো।’

তিনি বলেন, ‘চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনকার সমাজ পরিবর্তনে বড় অবদান রেখেছেন। বিজ্ঞান প্রযুক্তি ও ভাষা এই সমস্ত বিষয়ে তারা অকল্পনীয় উন্নতি সাধন করেছেন। আজ বিশ্বে যে কয়টি দেশে বিজ্ঞান প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, অতএব তাদের কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে।’

এ সময় জামায়াতের আমির আরও বলেন, ‘যেকোনো দেশের সাথে তাদের মনের আদান প্রদান খুবই চমৎকার। ভাষার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠলে আমাদের দেশের পরবর্তী প্রজন্ম তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আধুনিক শিক্ষার আদান-প্রদান করতে পারবে।’

এ সময় তিনি চাইনিজ ভাষা শিক্ষার জন্য দেশে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রদূতের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন। আমরা মিলেমিশে হাতে হাতধরে পাশাপাশি থেকে প্রিয় বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলবো। 

চায়না রিপাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রদূত এবং তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘তাদের অন্যান্য অনেক মহৎ ও কল্যাণমূলক কাজের পদক্ষেপের মধ্যে এই শীতবস্ত্র বিতরণও অন্যতম। আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো এটি দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া চীনা দূতাবাসের কর্মকর্তারা ও স্থানীয় জামায়াত নেতারাও এই অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় এক হাজার দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরের ইসলামপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ 
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
১০