ঘোড়াশালে দরিদ্র মানুষের ওপর জুলুম করা হয়েছে: ড. আব্দুল মঈন খান

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৪
নরসিংদীতে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করেছেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। ছবি: বাসস

নরসিংদী, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিআইডব্লিউটিএ উচ্ছেদের নামে দরিদ্র মানুষের ওপর জুলুম করেছে। এ ঘটনা দেশের জন্য কলঙ্কজনক। 

আজ রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ’র) অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল-পলাশে দরিদ্র মানুষের জীবিকা ধ্বংস করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এটি কোনো আইনের মধ্যে পড়ে না। দরিদ্র মানুষের ওপর এমন শোষণ-অত্যাচার কোনো সভ্য দেশের আইন হতে পারে না। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে বলতে বাধ্য হয়েছি, বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে বাংলাদেশের জলাভূমি থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে। আজ তারা ঘোড়াশালে গরীব মানুষের ওপর আইন দেখিয়ে উচ্ছেদ করেছে। ড. মঈন প্রশ্ন রাখেন, গরিব উচ্ছেদের নামে জুলুম কোন ধরনের আইন? 

বিআইডব্লিউটিএর  দুর্নীতি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই সাবেক মন্ত্রী বলেন, গরিব মানুষের কাছে থেকে ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযানের নামে জুলুম করেছে। আজকে গরীবরা তাদেরকে ঘুষ দিলে বুলডোজার ফিরিয়ে নিয়ে যেতো।

বিআইডব্লিউটিএকে উদ্দেশ্য করে বলেন, এ অঞ্চলের উচ্ছেদের নামে জন মানুষের ওপর অত্যাচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। 

তিনি বলেন, আজকে ৮ শত গরিবের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যেখানে তাদের ওপর প্রায় ১০ হাজার মানুষ নির্ভর করে।

তিনি বলেন, স্থানীয় জেলা প্রশাসনকে এড়িয়ে গিয়ে ঢাকা থেকে দুর্নীতিগ্রস্থ প্রশাসন দিয়ে স্থাপনা গুলো উচ্ছেদের মাধ্যমে গরিবের পেটে লাথি মেরেছে, তাদের সৎপথে বেঁচে থাকার রাস্তা বন্ধ করে দিয়েছে।

এর আগে বিআইডব্লিউটিএ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালায়। অভিযানে প্রায় ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়।

ড. মঈন খান আরও বলেন, দুর্নীতিগ্রস্ত বিআইডব্লিউটিএ ঘুষ না পেয়ে দরিদ্র মানুষকে উচ্ছেদ করেছে। এ ধরনের কার্যক্রম দেশের জন্য ক্ষতিকর এবং এটি বর্তমান সরকারকে জনগণের কাছ থেকে আরও দূরে সরিয়ে দেবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বিআইডব্লিউটিএ বন্দর পরিচালক এ, কে, এম, আরিফ উদ্দিনের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধান উপদেষ্টা
১০