আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীর জামিন স্থগিতই থাকবে

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০৫
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আওয়ামী লীগপন্থী আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী। ছবি: বাসস

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫( বাসস) : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আওয়ামী লীগপন্থী আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীর জামিন স্থগিত থাকবে।

রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি শেষে আজ আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ (কন্টিনিউ) চলমান রেখে জামিন প্রশ্নে রুল তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন।

আদালতে আজ অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও অনিক আর হক।

গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

গত ৮ জানুয়ারি হাইকোর্ট দুই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত হয় বলে জানান তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০