সরকারের উচিত সংস্কারের পাশাপাশি কিছু প্রয়োজনীয় কাজে গুরুত্ব দেওয়া: রিজভী

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩১
রোববার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ছবি: বাসস

মানিকগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের উচিত সংস্কারে মনোনিবেশ করার পাশাপাশি কিছু প্রয়োজনীয় কাজে গুরুত্ব দেওয়া কারণ সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে। তবে অবশ্যই অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও মনোযোগ দিতে হবে।

রোববার সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত পুলিশের মতো বিভিন্ন সংস্কারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে কাজ করা। তিনি বলেন, জনগণের কল্যাণে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকে প্রাচীন মিশরের শাসক ফেরাউনের মতো শাসন বলে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত ১৬ বছরে তার শাসনামলে জনগণের কোনো স্বাধীনতা ছিল না।

তিনি বলেন, কোনো মিছিল নিয়ে আসলে পুলিশ গণমানুষের ওপর গুলি চালায় এবং কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বা ফেসবুকে কোনো মন্তব্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক গুমের মতো অশুভ কর্মকাণ্ডে জড়িত ছিল।

তিনি বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ কবির জিন্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন 
জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : ফরিদা আখতার
চট্টগ্রামে চোরাই সিএনজিসহ চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার
নরসিংদীতে খাদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে চোরাই সিএনজিসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
খুলনায় জুলাই পুনর্জাগরণে জাতিবৈচিত্র্য দিবস পালন
দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
১০