সংগ্রামী ও সফল নারীরা সমাজের সকল নারীর জন্য অনুপ্রেরণা : কেয়া খান

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫
সংগ্রামী-সফল ও আত্মশক্তিতে উজ্জীবিত নারীরা সমাজের সকল নারীর জন্য অনুপ্রেরণার উৎস।ছবি ; বাসস

রংপুর, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেছেন,  দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী-সফল ও আত্মশক্তিতে উজ্জীবিত নারীরা সমাজের সকল নারীর জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন একটি সমাজ তৈরি হবে যেখানে নারী-পুরুষ এক সঙ্গে সম্মানের সাথে কাজ করবেন এবং সমানভাবে নিরাপত্তা ও মর্যাদা উপভোগ করবেন।

তিনি আজ মঙ্গলবার রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে ‘অদম্য নারী পুরষ্কার’ শীর্ষক কর্মসূচির আওতায় রংপুর বিভাগের ৪০ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী ও সফল নারীদের আরো আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুর এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত নারীরা প্রতিকূলতাকে অতিক্রম করে উদাহরণ সৃষ্টি করেছেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিি বলেন, সরকার নারীর  ক্ষমতায়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করলেও, বাল্যবিবাহের মতো সমস্যাগুলো এখনো বড়ো চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পুরুষদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, ‘অদম্য নারী পুরস্কার’ একটি বিশেষ উদ্যোগ। এই অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে বিজয়ী ৪০ জন মহীয়সী নারীর পুরস্কারপ্রাপ্তি সত্যিই প্রশংসনীয়। বিজয়ী নারীদের কাজ ও মেধা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে মনে রাখতে হবে মেধা ক্ষণস্থায়ী, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে তিনি নারীদের বুদ্ধিভিত্তিক কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রংপুর বিভাগের অদম্য নারী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ৪০ জন অদম্য নারীর মধ্য থেকে পাঁচজনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠ অদম্য নির্বাচিত নারীরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মাছুমা খানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মোছা. ফারহানা বিনতে আলম, সফল জননী ক্যাটাগরিতে মেরিনা বেসরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটাগরিতে হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে এ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরের ইসলামপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ 
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
১০