প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে: রিজভী

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৪ আপডেট: : ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তারা এখন পতিত স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তায়নের অপচেষ্টা চালাচ্ছেন।


রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ডিইএব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামপন্থী একটি বিশেষ রাজনৈতিক দলের আবরনে ছেয়ে গেছে অভিযোগ করে, বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ  দলটির সমর্থকদেরকে দেশের বিভিন্ন উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয়) প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিনি এ বিষয়টিকে অত্যন্ত ভয়ংকর হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটি কারো কাম্য হওয়া উচিত নয় উল্লেখ তিনি বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা-প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে ওই বিশেষ দলের লোকদের।

এ সময় রিজভী উদাহরণ হিসেবে জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বরে থাকা সত্বেও এই মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন বলে তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। ক্রমানুসারে ৫ নম্বর ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন সাদিয়ার
ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
সপ্তাহের শেষের দিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে মার্কিন শেয়ারবাজার
বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৮৫ হাজার ৪৮ পশু 
মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ
আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে বাগদাদে আরব লীগের বৈঠক 
শিবচরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
১০