প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে: রিজভী

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৪ আপডেট: : ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তারা এখন পতিত স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তায়নের অপচেষ্টা চালাচ্ছেন।


রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ডিইএব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামপন্থী একটি বিশেষ রাজনৈতিক দলের আবরনে ছেয়ে গেছে অভিযোগ করে, বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ  দলটির সমর্থকদেরকে দেশের বিভিন্ন উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয়) প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিনি এ বিষয়টিকে অত্যন্ত ভয়ংকর হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটি কারো কাম্য হওয়া উচিত নয় উল্লেখ তিনি বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা-প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে ওই বিশেষ দলের লোকদের।

এ সময় রিজভী উদাহরণ হিসেবে জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বরে থাকা সত্বেও এই মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন বলে তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। ক্রমানুসারে ৫ নম্বর ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০