সিআইডি প্রধান ও ক্র্যাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৪

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মতিউর রহমান শেখ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার মালিবাগে সিআইডি কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে ডিআইজি (প্রশাসন) গাজী জসিম, অতিরিক্ত ডিআইজি আমির জাফর, পুলিশ সুপার মিনহাজুল ইসলাম ও জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে ক্র্যাব নেতৃবৃন্দের মধ্যে ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আর্ন্তজাতিক সম্পাদক হাবিুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।

এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ডসহ আন্তর্জাতিক সংস্থাগুলো যখন বাংলাদেশ সফর করে তখন ওই সংস্থাগুলোর সাথে ক্র্যাবের সংক্ষিপ্ত মতবিনিময়ের ব্যবস্থা করার জন্যে ক্র্যাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এছাড়া ক্র্যাব মিডিয়া এ্যাওয়ার্ড এর জন্যে সিআইডির সহযোগিতা কামনা করা হয়।

এসময় সিআইডি প্রধান মতিউর রহমান শেখ বলেন, ক্র্যাব নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন। বিষয়গুলো আলোচনা করে কিভাবে বাস্তবায়ন করা যায়, আন্তরিকভাবে তা দেখবো। 

তিনি বলেন, অভিজ্ঞতা বিনিময়ের জন্য সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করতে সিআইডি আগ্রহী। বাংলাদেশ সফরে আসা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সংক্ষিপ্ত পরিসরে ক্র্যাব সদস্যদের সাক্ষাতের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। 

ডিআইজি গাজী জসিম ক্র্যাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্র্যাব এবং সিআইডি প্রায় একই ধরনের কাজ করে থাকে। উভয়ে ইনভেস্টিগেশন এবং ডিটেকশন নিয়ে কাজ করে থাকে। সাংবাদিকদের জাতির থার্ড আই হিসেবে উল্লেখ করে তিনি দেশের স্বার্থে পারস্পরিক যোগাযোগের উপর জোর দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ মুজিব একদলীয় শাসন চালিয়েছে আর শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে : মেজর (অব.) হাফিজ উদ্দিন 
করোনায় আরও ১ জন আক্রান্ত
জুলাইয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিইডি 
গাজায় আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪০৯ 
এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের
৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন 
১০