আগামীকাল কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:৪৩

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন  কমিশনের (দুদক) গণশুনানি আগামীকাল কুমিল্লায় অনুষ্ঠিত হবে। ৫ আগষ্টের পর এটি দুদকের প্রথম গণশুনানি।

আগামীকাল সকাল ১০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক এ গণশুনানির আয়োজন করেছে। দুদকের বর্তমান কমিশনের প্রথম গণশুনানিতে কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন প্রধান অতিথি থাকবেন।

অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

আগামীকালের গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ কুমিল্লার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরবেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য।

গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে কুমিল্লার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোষ্টার, লিফলেট, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ফলে এই গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। 

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কুমিল্লার সর্বস্তরের নাগরিকসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য কমিশনের পক্ষে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০