কেরানীগঞ্জে তিতাসের অভিযান : গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৫২

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস টিএন্ডডি।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর বেগুনপট্টি এলাকার ফোর ব্রাদার্স ওয়াশিং কারখানা, গ্রীন ল্যান্ড ওয়াশিং কারখানা ও আল্লাহর দান ওয়াশিং কারখানার ১৮টি ড্রায়ার ও ৩টি বয়লারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং ও ক্যাপিং করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫৮৪ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। এ সময় ২৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ২৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, ৩টি কম্প্রেসার, ৫০০ ফুট হোস পাইপ, ৩ সেট ড্রায়ার বার্নার ও ৮টি বল ভালব জব্দ করা হয়।

প্রতিষ্ঠান তিনটিতে তাৎক্ষণিকভাবে মালিক পক্ষের কাউকে না পাওয়া মোবাইল কোর্টের আওতায় দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

অবৈধভাবে তিনটি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজন আবাসিক ব্যবহারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উক্ত বাড়ির রাইজার গোড়া হতে ক্যাপিং করা হয়।

এছাড়াও অবৈধ সংযোগসমূহের সোর্স লাইন এর ২ ইঞ্চির ৩ ফিট এবং ১ ইঞ্চির ২০ ফিট পাইপ অপসারণ করে সংযোগ বিচ্ছিন্ন ও ক্যাপিং করা হয়েছে।

অপর দিকে গদারবাগ, কেরানীগঞ্জ এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ও বিনা লাইসেন্সে ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে আরটি ফিলিং স্টেশন নামীয় কথিত প্রতিষ্ঠানের একজনকে এক্সপ্লোসিভ অ্যাক্ট, ১৮৮৪ এর ধারা ৫(৩)(ক) এর অধীনে প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিধিমালা, ২০০৫ এর বিধি ১০৪ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাইয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিইডি 
গাজায় আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪০৯ 
এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের
৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন 
জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : ফরিদা আখতার
চট্টগ্রামে চোরাই সিএনজিসহ চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার
১০