তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় দেশের কল্যাণ বয়ে আনবে: বিএনসিসি মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২২:২৭
বিএনসিসি'র কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন, ‘তোমরা তরুণ, তোমাদের তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।’

আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

ক্যাডেটদের উদ্দেশ্যে বিএনসিসি মহাপরিচালক বলেন, ‘তোমাদের ওপর রয়েছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার মহান দায়িত্ব। আর তোমরা সকলেই এ দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখবে।’

সমাপনী কুচকাওয়াজে কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ লোকমান হোসেনসহ অন্য সামরিক অফিসার, বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক প্যারেড কমান্ডার ক্যাম্প অ্যাডজুটেন্ট সেকেন্ড লে. মো. আবু তালেবের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে ক্যাম্পিংয়ে দক্ষতা ও পারদর্শিতার জন্য তিনি চৌকস ক্যাডেট ল্যান্স কর্পোরাল জাওয়াদুল আওসাফ (সিনিয়র পুরুষ) ও ক্যাডেট কর্পোরাল মো. মাহিদুল ইসলাম মাহিন (জুনিয়র) এর হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পে ১২ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ১৩ ব্যাটালিয়ন রানার আপ হয়।

গত ২১ জানুয়ারি থেকে ১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্পিং শুরু হয়। এতে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন পাঁচ জেলার ৬০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫১৬ জন ক্যাডেট অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০