তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় দেশের কল্যাণ বয়ে আনবে: বিএনসিসি মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২২:২৭
বিএনসিসি'র কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন, ‘তোমরা তরুণ, তোমাদের তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।’

আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

ক্যাডেটদের উদ্দেশ্যে বিএনসিসি মহাপরিচালক বলেন, ‘তোমাদের ওপর রয়েছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার মহান দায়িত্ব। আর তোমরা সকলেই এ দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখবে।’

সমাপনী কুচকাওয়াজে কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ লোকমান হোসেনসহ অন্য সামরিক অফিসার, বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক প্যারেড কমান্ডার ক্যাম্প অ্যাডজুটেন্ট সেকেন্ড লে. মো. আবু তালেবের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে ক্যাম্পিংয়ে দক্ষতা ও পারদর্শিতার জন্য তিনি চৌকস ক্যাডেট ল্যান্স কর্পোরাল জাওয়াদুল আওসাফ (সিনিয়র পুরুষ) ও ক্যাডেট কর্পোরাল মো. মাহিদুল ইসলাম মাহিন (জুনিয়র) এর হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পে ১২ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ১৩ ব্যাটালিয়ন রানার আপ হয়।

গত ২১ জানুয়ারি থেকে ১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্পিং শুরু হয়। এতে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন পাঁচ জেলার ৬০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫১৬ জন ক্যাডেট অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
ট্রেন ধর্মঘটে নিউ ইয়র্কে জন দুর্ভোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড
ঝিনাইদহে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৬৩ হাজার পশু
দেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন সাদিয়ার
ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
১০