নিষিদ্ধ পলিথিন, বায়ু ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে প্রায় ১৪ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২৩:০২

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর আজ  মোট ১৩ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ৬টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়েছে।

নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়া ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ঢাকার যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি মামলায় ৫ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

খিলগাঁওয়ে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েমোবাইল কোট ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালি ও মাটি রেখে বায়ুদূষণের জন্য সতর্ক করা হয়।

পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৫টি মোবাইল কোর্ট ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা করে এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

চট্টগ্রামে পাহাড় কাটা বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরের ইসলামপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ 
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
রাজধানীতে ককটেলসহ ২ জন গ্রেফতার
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
১০